অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বের সেরা বডি বিল্ডার, শোকে কাতর ভক্তরা।
#BodybuildingLegend
#FitnessIcon
#RIPBodybuilder
#InMemoriam
#HeartbreakingNews
#FitnessCommunity
#TributeToLegend
#GoneTooSoon
#BodybuildingLoss
#RememberingAChampion#asianews
আবারো এক দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে থমকে গেল তার জীবন।অকালে প্রয়াত হলেন বিশ্বের সেরা বডি বিল্ডার৷ দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাকে সকলে চিনত৷ বেলারুশের সেই বিখ্যাত বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচিক চলে গেলেন না ফেরার দেশে৷ ৬ সেপ্টেম্বর তার হার্ট অ্যাটাক হয় তারপরে তিনি কোমায় চলে যান। ডাক্তারদের পর্যবেক্ষণে থাকা সত্ত্বেও ক্রমশই তার শরীর খারাপ হচ্ছিল। পরে তার মস্তিষ্ক বিকল হয়ে যায়। তারপরে তার আর প্রাণ রক্ষা করতে পারেনি, পরক্ষণেই তিনি প্রাণ ত্যাগ করেন। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বেলারুশের এই ফেমাস বডি বিল্ডার।রোজকার ১৬ হাজার ক্যালরির কঠোর ডায়েটে ছিলেন তিনি৷ তাঁর ওজন ছিল ১৫৪ কেজি। চেস্ট সাইজ ছিল ৬১ ইঞ্চি, বাইসেপস ২৫ ইঞ্চি। শরীরচর্চার জন্য নিজের জীবনেরও পরোয়া করতেন না তিনি৷
+ There are no comments
Add yours