অডিয়ো ক্লিপ বিতর্কে আটক ডিওয়াইএফআই নেতা কলতান

#DYFIControversy
#AudioClipDebate
#PoliticalScandal
#KaltanDasguptaDetained
#PoliceAction
#BengalPolitics
#AudioLeak
#TMCAndOpposition
#LegalBattle
#YouthLeaderDetained#asianews#rgkarmedicalcollege#RGKarProtest#DYFI

অডিও ক্লিপ বিতর্কে সঞ্জীব ঘোষ কে আগেই বিধান নগর পুলিশ গ্রেপ্তার করেছিল।এ বার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে আটক করেছে পুলিশ, সূত্রের খবর এমনটাই।শুক্রবার বিকেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ সামনে আনেন (এই অডিয়োর সত্যতা যাচাই করেনি (এশিয়া নিউজ লাইভ)। কুণালের দাবি, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে হামলা করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।সেখানে দুই ব্যক্তির কথোপকথন তুলে ধরা হয়েছিল। তার মধ্যে একজনকে ‘স’ এবং অপরজনকে ‘ক’ সম্বোধন করা হয়। ষড়যন্ত্রের অভিযোগ পেয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পুলিশ গ্রেপ্তার করে সঞ্জীব দাসকে। অন্যজনের খোঁজ করছিল পুলিশ।

কুনাল এই অডিও সামনে এনে দাবি করেছিলেন, একজন অতি বাম সংগঠনের সঙ্গে যুক্ত অপরজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত। এবার এই ঘটনায় বামেদের যুব সংগঠনের অন্যতম মুখ কলতান দাসগুপ্তকে আটক করেছে পুলিশ সূত্রে খবর। অডিও ক্লিপ এর সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।।
কলতানকে আটক করা প্রসঙ্গে ডি ওয়াইএফ আই-এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় একটি সংবাদমাধ্যমে জানান আইনজীবীরা গোটা বিষয়টি দেখছেন ।কমরেডরা লড়াইয়ে রয়েছেন। মানুষ সবকিছু দেখছে। তার সংযোজন আমাদের দাবি আরজি করে নির্যাতিতার জন্য সুবিচার। সেই দাবিতে আমরা অনড় থাকবো

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours