চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্থান সীমান্তের পর এবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ফেন্সিং প্রতিস্থাপনের কাজ। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রক এই স্মার্ট ফেন্সিং প্রতিস্থাপনের কাজ করছে। এই মুহুর্তে জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া তুলে দিয়ে এই আধুনিক স্মার্ট ফেন্সিং বসানোর কাজ জোর কদমেই শুরু হয়েছে। কারন এই মুহুর্তে ওপারের বাংলাদেশে রয়েছে অস্থির ও অশান্ত পরিস্থিতি তাই দ্রুত এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
অত্যাধুনিক এই ফেন্সিং মাল্টিপারপাস উদ্দেশ্য সাধন করে।পুরনো কাঁটাতারের মতো এই স্মার্ট ফেন্সিং সহজে কাটা যাবে না। এছাড়াও এই স্মার্ট ফেন্সিং একদিকে যেমন অনেকটাই উঁচু তেমনি ফেন্সিংয়ের ঘনত্ব অনেকটাই বেশি। সেই কারনে মানুষ তো দুরস্ত, কোনো ছোট পোকামাকড়ও প্রবেশ করতে পারবে না।
এছাড়াও স্মার্ট ফেন্সিংয়ের সঙ্গে সোলার এলডি লাইট ,ওয়েদার সেন্সার ,কম্পনের অনুভূতি বোঝার জন্য সেন্সার, রাতের অন্ধকারে ছবি তোলার জন্য থার্মাল ক্যামেরার,সিসি ক্যামেরা থাকছে। কোন ও অনুপ্রবেশকারী যদি ফেন্সিং কাটার চেষ্টা বা অনধিকার প্রবেশের চেষ্টা করে তৎক্ষণাৎ সেন্সার থেকে বার্তা পৌঁছে যাবে বিএসএফের কাছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours