অন্নপূর্ণা ষ্টুডিয়োয় বিয়ে নাগা-শোভিতার, কবে বিয়ে করছেন সেই তারিখও জানিয়ে দিলেন
৪ডিসেম্বর বিয়ে করছেন অভিনেতাদের নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। ভক্ত রাত দীর্ঘ দিন ধরে আগ্রহের সাথে ছিলেন কবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অবশেষে সেই তারিখ প্রকাশ্যে আনলেন এই জুটি। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওয় বসবে তাদের বিয়ের আসর। জমজমাট ধুমধাম করে বিয়ের আসর এর পরিকল্পনা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাস তৈরিতে এই স্টুডিওর বিশেষ ভূমিকা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী প্রথমে তিন-চারটি লোকেশন পছন্দ ছিল এই তারকা যুগলের পরবর্তীতে অনেক চিন্তাভাবনার পর শেষ পর্যন্ত স্টুডিওয় বিয়ের সিদ্ধান্ত নেন নাগা-শোভিতা