অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক

কেন্দ্রীয় সরকার শুক্রবার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার জন্য বাবা-মা বা অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে। ২০২৩ সালে সংসদে পাস হওয়া ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের আইনের আওতায় এই বিধি চূড়ান্ত হলে, সমাজমাধ্যম সংস্থাগুলি অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করার আগে অভিভাবকের অনুমতি নিতে হবে। এছাড়া, অভিভাবকের পরিচয় যাচাই করতেও হবে।এই বিধি কার্যকর হলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না, যদি না তারা অভিভাবকের অনুমতি নেয়। অভিভাবকের বয়স যাচাই এবং পরিচয় প্রমাণ করার দায়িত্বও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলির উপর থাকবে। এছাড়া, ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য ফাঁসের জন্য ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দেওয়ার বিধান রয়েছে, তবে এই বিষয়ে খসড়ায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।এখন এই খসড়া বিধির ওপর পরামর্শ গ্রহণ করা হচ্ছে। জনগণ mygov.in-এ গিয়ে পরামর্শ দিতে পারবেন, এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরামর্শ গ্রহণ চলবে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author