অবশেষে কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন বরুন
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল গত জুন মাসে তাদের প্রথম সন্তানের স্বাগত জানিয়েছিলেন। একরত্তির বয়স এখন পাঁচ মাস। অবশেষে তাঁদের কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন বরুণ। মেয়ের তাঁরা নাম রেখেছেন লারা ধাওয়ান। অমিতাভ বচ্চনের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-তে হাজির হয়েই এ কথা ফাঁস করলেন বরুণ।