
জগন্নাথ মন্দির উদ্বোধন ও রথযাত্রা উৎসব শুরু হবে আগামী বছর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে, কবে মানুষজন সেই মন্দিরে যেতে পারবে, সেই নিয়ে এক জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনা শেষ হলো । মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরীর জগন্নাথের রথের মতোই দিঘাতেও রথযাত্রা উৎসব পালিত হবে। রথের রস্যি তে টান দিতে সবাই আমন্ত্রিত থাকবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ বছর জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা থাকলেও মন্দিরের কিছু কাজ এখনো বাকি থাকায় মন্দির উদ্বোধন করা চলতি বছর সম্ভব নয় । সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী বছরে এই মন্দির উদ্বোধন হবে।