অবশেষে ধরা পড়ল ৯ দিন ধরে বাংলার বনকর্মীদের নাকে তেল দিয়ে পালানো বাঘিনি ‘জিনাত’
৯ দিন ধরে বাংলার বনকর্মীদের এক্কেবারে লেজে খেলিয়ে অবশেষে ধরা পড়ল জিনাত, সেই বাঘিনি। শুক্রবার রাতে পুরুলিয়ার রাইকা জঙ্গল থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর, শনিবার রাতে জিনাত বাঁকুড়ার গোঁসাইডিহিতে পৌঁছায়। সেখানে প্রথমে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, কিন্তু সেগুলি জিনাতকে কাবু করতে পারেনি। এরপর রবিবার বিকাল ৩.৫৮ মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে শেষ পর্যন্ত বাঘিনিটি ধরা পড়ে।গোঁসাইডিহি এলাকায় বাঘিনিকে ধরতে বনকর্মীরা পুরো জঙ্গল ঘিরে ফেলে, বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে তাকে খাঁচাবন্দি করার পরিকল্পনা নেয়। সেই কৌশলে সাফল্য আসে এবং অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে জিনাত জিনাতের গল্প শুরু হয় ১৫ নভেম্বর থেকে, যখন মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। তিন বছরের এই বাঘিনিকে কয়েক দিন পর্যবেক্ষণ করা হয়, এরপর রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকেই জিনাতের এক লম্বা সফর শুরু হয়। ঝাড়খণ্ডে ঢুকে বাংলায় প্রবেশ করার পর, ২০ ডিসেম্বর বেলপাহাড়ির কটাচুয়া জঙ্গলে পৌঁছায়। এরপর আরও কয়েকটি জায়গা অতিক্রম করে, ২২ ডিসেম্বর বাঁকুড়ার মুকুটমণিপুরে চলে আসে, যেখানে শেষ পর্যন্ত ধরা পড়ে।এভাবে ৯ দিন ধরে বনকর্মীদের তাড়া খেয়ে সারা জঙ্গল ঘুরে অবশেষে জিনাত ধরা পড়েছে, এবং এটি বনকর্মীদের জন্য এক বড় সাফল্য