অবিকল সুচিত্রা সেন
দুটো ছবি পাশাপাশি ছবিগুলো রাখলে দ্বিধায় পড়তে পারেন যে কেউ। ঠিক কাকে দেখা যাচ্ছে, মহানায়িকা সুচিত্রা সেন, নাকি তার নাতনি রাইমা সেন? এমনই মধুর যন্ত্রণায় ফেলে দিলেন টলিউড অভিনেত্রী রাইমা। কারণ তিনি তার দিদা সুচিত্রা সেনের অবিকল সাজ নিয়ে একটি নতুন ফটোশুট করেছেন মেকআপ ও একই রকম।
পরনে বেনারসী শাড়ি ৷ পাড় দেওয়া সেমি হাতা ব্লাউজ ৷ গলায়-কানে সোনার পুরনো দিনের ডিজাইনার গয়না ৷ মাথায় টিকলি, কপালে ছোট ছোট চন্দনের ফোঁটা ৷ সাদা-কালো ছবি দেখলে মনে হচ্ছে শান্ত মেয়ে হয়ে ঠিক যেন বসে আছেন সুচিত্রা সেন। মহানায়িকাকে অন্যরূপে শ্রদ্ধা জানালেন নাতনি রাইমা সেন ৷
অবিকল সুচিত্রা সেন
