রাতের শহরে ফের বেপরোয়া গতির তাণ্ডব।গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখার্জী ।

পুলিশ সূত্রে খবর, অভিনেতা সোমবার দিন মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন।গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকআরোহীকে সজরে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়েন। তারপরে গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।
জানা যাচ্ছে, ওই যুবকের বয়স মাত্র ২৯ বছর, তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। ওই যুবকটি একটি বেসরকারি আইসক্রিম কারখানায় কাজ করে।

বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখার্জীকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author