আজ বুধবার সকাল আটটা নাগাদ দিল্লি থেকে কলকাতায় এসে তদন্তভার গ্রহণ করে। এরপরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মেডিকেল করিয়ে সিজিও কমপ্লেক্সে গেল সিবিআই। সঙ্গে এসেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। কলকাতা পুলিশ তাদের তদন্তের সমস্ত নথি তুলে দেয় সিবিআই দের হাতে।ধর্ষণ, খুন-সহ ৪ টি মামলা দায়ের সিবিআইয়ের।
মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর রাজ্যপুলিসের হাত থেকে কেন্দ্রীয় সংস্থা সিবি আই এর হাতে হস্তান্তর হয়েছে আরজিকর কাণ্ডের মামলা।এরপরেই দেরি না করে এই কেসের সার্টিফাইড কপি নিতে টালা থানায় পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। এরপরেই মঙ্গলেই আরজি কর-কান্ডে এফআইআর দায়ের করে সিবিআই।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী মৃতার পরিবারের সাথে কথা বলার পর জানিয়ে ছিল পরিবার যে ভাবে তদন্ত চাইবে সেই ভাবেই তদন্ত হবে। পাশাপাশি সেই মুহুর্তেই মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত তদন্তের ডেডলাইনও বেঁধে দিয়ে বলেছিলে এরপর সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়া হবে। কিন্তু তাঁর আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।