অভিষেক ব্যানার্জীর ঐতিহাসিক উদ্যোগ “সেবাশ্রয়” ৭৫ দিনের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ২ জানুয়ারি ২০২৫-এ, ডায়মন্ড হারবার স্টেডিয়ামে
আমাদের প্রিয় সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জীর ঐতিহাসিক উদ্যোগ, “সেবাশ্রয়” — সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ৭৫ দিনের উন্নতমানের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হবে আগামী ২রা জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, সকাল ৯ টায় ডায়মন্ড হারবার স্টেডিয়াম ময়দানে। ডায়মন্ড হারবার বিধানসভায় ৪১টি ক্যাম্প সাধারণ মানুষের স্বার্থে চালু হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে এই ক্যাম্পগুলো পরিচালিত হবে, যেখানে বিশিষ্ট চিকিৎসকরা সেবা দেবেন। ১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল থাকবে রেফারেল সিস্টেমের জন্য। প্রথম দফার ক্যাম্প শেষে ৭০ দিন পর আবার ফলোআপ ক্যাম্প চালু হবে। গতকাল, শ্রী অভিষেক ব্যানার্জীর আত্মসহায়ক সুমিত রায় ক্যাম্পগুলি পরিদর্শন করেন।