অমাবস্যার রাতে হাড়হিম করা ঘটনা মালদহে, দেহ পড়ে এক জায়গায়, দূরে পড়ে রক্তাক্ত মুণ্ড
বৃহস্পতিবার ছিল কালীপুজো। বাজি আর আলোর রোশনাইতে রাজ্য জুড়ে পালিত হয়েছে উৎসব। রাত পেরিয়ে সকাল হতেই মালদহের গাজোর যে দৃশ্য দেখা গেল, তাতে শিউরে উঠলেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে নিথর দেহ। বুকের ওপর ভাঁজ করে রাখা হাত। আর কিছুটা দূরে পড়ে রয়েছে কাটা মুণ্ড। শুক্রবার সকালে এমন দৃশ্যে কার্যত চমকে যান এলাকার বাসিন্দারা। খুন নাকি অন্য কোনও কারণ, বুঝতে পারছেন না কেউই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মালদহের গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে এদিন সকালে প্রথমে ওই মুণ্ডবিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়েই ছুটে যান এলাকার লোকজন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে গ্রামবাসীরা দেখতে পান দেহ পড়ে রয়েছে এক জায়গায় আর কাটা মুণ্ড পড়ে রয়েছে অন্য জায়গায়। তারপরই গ্রামবাসীরা গাজোল থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল যান সহ পুলিশ বাহিনী। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, মৃতদের হাতে ও গোড়ালিতেও কাটা দাগ দেখতে পাওয়া গিয়েছে। গ্রামের অনেকেই সন্দেহ করছেন কুসংস্কারের বশে আমাবস্যার রাতে এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আবার কেউ বলছেন, নিছক ব্যক্তিগত কারণেও খুন হতে পারে। তবে সবটাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ তবে আশ্বাস দিয়েছে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করবে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সবটা পরিষ্কার হবে।