অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট, রয়েছে কিছু শর্তও
#ArvindKejriwal
#SupremeCourtRuling
#DelhiCM
#BailGranted
#CorruptionCase
#SupremeCourt
#EDCase
#CBIInvestigation
#PoliticalNews
#DelhiPolitics
#LegalUpdate
#CourtConditions
#TiharJail
#AAPLeader
#JusticeSystem#asianews
অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় দিন সাতেকের জন্য সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল।তারপর গত ২১ মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তিহাড় জেলে বন্দি। এর আগে কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি ঘটতে চলেছে তাঁর।
সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না।
মামলা সম্পর্কে কোন কিছু মন্তব্য করতে পারবেন না।
+ There are no comments
Add yours