অরুণাচল প্রদেশে বরফের উপর হাঁটতে গিয়ে বিপত্তি, ঠাণ্ডা জলে পড়ে যান পর্যটকরা

অরুণাচল প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল সেলা পাসে ঘটেছে একটি দুর্ঘটনা। প্রচন্ড ঠান্ডায় হ্রদের জল জমে গিয়েছিল এবং সেই জমে থাকা বরফের উপর দিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি ঘটে। পায়ের চাপে আচমকাই বরফের আস্তরণ ভেঙে কয়েকজন পর্যটক জলেতে পড়ে যান। এতে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পর্যটকদের মধ্যে। ভিডিওতে দেখা যায়, হাড় কাঁপানো ঠাণ্ডা জলে আটকে রয়েছেন চার জন পর্যটক, যাদের মধ্যে দু’জন মহিলা ছিলেন। সাহায্যের জন্য তারা চিৎকার করছেন। তবে, কিছু উপস্থিত লোকের তৎপরতায় বাঁশ এবং দড়ির সাহায্যে একে একে তাঁদের জল থেকে উদ্ধার করা হয়।এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ভিডিওটি শেয়ার করেন এবং সকল পর্যটকদের নিরাপত্তা নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “বরফ জমা পিচ্ছিল রাস্তায় সাবধানে চলাচল করুন, অভিজ্ঞ লোকদের সঙ্গে বরফের উপর হাঁটুন, এবং শীতের মরসুমে গরম কাপড় পরুন।”এই ভিডিওটি সামাজিক মাধ্যমে সচেতনতা তৈরি করেছে যে, এক মুহূর্তের জন্য ঝুঁকি নেওয়া থেকে নিরাপদে ঘোরার গুরুত্ব অনেক বেশি। স্থানীয় প্রশাসনও পর্যটকদের নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author