গত কয়েক মাস ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যেই নিজেদের দেশেই খেলার আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই দেশের পরিস্থিতি এখনো অশান্ত থাকার জন্য, বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তবে আইসিসি তরফে জানানো হয়েছে, মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর থেকে শুরু হবে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মোট ১০টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। এবং বাংলাদেশের পরিবর্তে পূর্বনিরধারিত সূচী অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হবে মহিলা টি-২০ বিশ্বকাপ। পাশাপাশি জানানো হয়েছে, জায়গা পরিবর্তন হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.