অসমে নাবালিকাকে গনধর্ষণ কাণ্ডের ধৃত মুল অভিযুক্তের রহস্য মৃত্যু। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে অসমের নওঁগা জেলায়। ধর্ষণকান্ডের মুল অভিযুক্তকে শুক্রবার গভীর রাতে ধৃতকে ঘটনার পুনর্নিমাণের জন্য অকুস্থলে নিয়ে গেলে সেই সময়েই অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দেয়।
পরে সেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তাফাজুল ইসলাম অভিযুক্তের দেহ। এই বিষয়ের বিবরণ দিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই কথা জানায় নওঁগা জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা। পরিবার সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার সাইকেলে চেপে টিউশন থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছরের এক কিশোরীকে একটি নির্জন এলকায় পথ আটকায়।
অভিযোগ এরপরেই পাশের একটি পুকুড় পাড়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ৩ যুবক মিলে গনধর্ষণকরে। মেয়েরঅভিযোগ এরপরেই পাশের একটি পুকুড় পাড়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ৩ যুবক মিলে গনধর্ষণকরে। মেয়ের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হওয়ায় খোঁজ খবর শুরু করে পরিবারের লোকেরা। এরপরেই পরিবারের কাছে খবর আসে একটি পুকুরের ধারে সঙ্গাহীন অবস্থায় পরে আছে তাঁদের মেয়ে।
বাড়ি ফিরতে অনেকটাই দেরি হওয়ায় খোঁজ খবর শুরু করে পরিবারের লোকেরা। এরপরেই পরিবারের কাছে খবর আসে একটি পুকুরের ধারে সঙ্গাহীন অবস্থায় পরে আছে তাঁদের মেয়ে।
+ There are no comments
Add yours