অসমে ফের ধরাওয়ারি আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) দুই জঙ্গি, বিপুল অস্ত্র উদ্ধার
অসমের কোকরাঝড় জেলার নামাপাড়া থেকে মঙ্গলবার গভীর রাতে জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। ধৃতদের নাম আবদুল জাহির শেখ ও সাব্বির মৃধা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে, এবিটি বাংলাদেশ ভিত্তিক এই জেহাদি সংগঠনটি ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করতে চাচ্ছিল এবং তরুণদের মগজধোলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কয়েকদিনের মধ্যে বড় ধরনের বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু অসম পুলিশ এই নাশকতার ছক ভেস্তে দিয়েছে। এসটিএফ কর্তৃপক্ষ জানায়, তাদের অভিযান থেকে উদ্ধার করা হয়েছে একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, ৩৪টি বুলেট, ২৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, এক জোড়া লাইভ আনপ্রাইমড আইইডি, একটি ক্রুড গ্রেনেড, কৃষি সরঞ্জাম দিয়ে তৈরি ডেটোনেটর এবং ১৪টি ইলেকট্রনিক সুইচসহ অন্যান্য অস্ত্র। এবিটি সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানে, অসম পুলিশ এর আগে ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের নাগরিক ছিল, যাদের ভারতের বিভিন্ন প্রান্তে জেহাদী কার্যক্রম ছড়ানোর জন্য পাঠানো হয়েছিল। এসব অভিযানে পশ্চিমবঙ্গ ও কেরল পুলিশের সহায়তাও নেয়া হয়েছে। এবিটি সংগঠনের প্রধান জসীমউদ্দিন রহমানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মহম্মদ ফারহান ইসরাকের, যিনি স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল