অস্ট্রেলিয়া সফরের আগেই কোহলির বিরাট ঘোষণা! বিচ্ছেদের পর নতুন সম্পর্কের কথা জনসমক্ষে
বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগেই বড় ঘোষণা করে দিলেন। ইতি টানলেন দীর্ঘদিনের সম্পর্কে। বিচ্ছেদের পর নয়া গাঁটছড়ার কথাও ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়।বিরাট এদিন জানিয়ে দিলেন, এবার থেকে তাঁর ব্যবসায়িক নানা বিষয় দেখভাল করবে স্পোর্টিং বিয়ন্ড। কোহলির নয়া ম্যানেজমেন্ট টিম।
সম্প্রতি জানা গিয়েছিল, বিরাট কোহলি কর্নারস্টোনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। সেই গুঞ্জনেই এদিন সিলমোহর পড়ল বিরাট কোহলির ঘোষণায়। কর্নারস্টোন বিখ্যাত সেলিব্রিটি ম্যানেজমেন্ট কোম্পানি। সেই সংস্থার সঙ্গে যুক্ত বান্টি সাজদেহ. যিনি দীর্ঘ সময় ধরে বিরাটের ম্যানেজার।কোহলি এদিন বলেন, কিছুদিন ধরেই স্পোর্টিং বিয়ন্ড আমার নতুন টিম হিসেবে কাজ করছে। এই নতুন সূচনার কথা ঘোষণা করতে গিয়ে আমি উত্তেজিত। এই টিম আমার লক্ষ্য, স্বচ্ছতার মূল্য, খেলার প্রতি আমার সততা ও ভালোবাসা নানাভাবে আপনাদের কাছে উপস্থাপিত করবে। বিরাটের কথায়, আমার জীবনের এক নয়া অধ্যায়ও শুরু হচ্ছে। নতুন টিমের সঙ্গে আমার পার্টনারশিপের দিকে আমি তাকিয়ে রয়েছি। এই সংস্থা আমার ব্যবসায়িক নানা বিষয়ও দেখভাল করার ক্ষেত্রে আমার সঙ্গে কাজ চালিয়ে যাবে।
+ There are no comments
Add yours