আইএসএল ফিরতি ডার্বি: ১১ জানুয়ারি গুয়াহাটিতে, কলকাতায় নয়
অবশেষে ডার্বি নিয়ে জট কেটেছে এবং নির্ধারিত দিনেই খেলা হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি। তবে কলকাতায় নয়, বরং আগামী ১১ জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রাথমিকভাবে বাঁচানো হয়েছিল ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা, কিন্তু একাধিক কারণে শেষমেশ গুয়াহাটিতেই হবে হাইভোল্টেজ ম্যাচটি।গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারিতে কলকাতার পুলিশ বাহিনী নিয়োজিত করা সম্ভব নয়, যা আগেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর থেকেই ডার্বি নিয়ে জটিলতা শুরু হয়। তবে এফএসডিএল এর ক্রীড়াসূচির কারণে ১১ জানুয়ারির ম্যাচ বদলে অন্য কোনো তারিখে আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে, কলকাতার বাইরে অন্য ভেন্যুতে ডার্বি আয়োজনের বিষয়টি উঠে আসে।পরে জামশেদপুর, দিল্লি ও ওড়িশার নাম ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ এই তিনটি জায়গাতেই নানা কারণে আয়োজন সম্ভব হয়নি। ওড়িশায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এবং দিল্লির তীব্র ঠান্ডা, জামশেদপুরের মধ্যে দর্শকের উপস্থিতি কম হওয়া ইত্যাদি কারণে সেই স্থানগুলির পরিকল্পনা বাতিল হয়ে যায়। তাহলে, সব বাধা অতিক্রম করে ১১ জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে আইএসএলের ফিরতি ডার্বি