আইপিএল ২০২৫ এর আগেই নিলামের বড় ধামাকা করবে নাইটরা
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। নাইট টিম থেকে একাধিক তারকা বাদ পরল।
এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
একাধিস ফ্র্যাঞ্চাইজি মেগার বদলে মিনি নিলামের দাবি জানিয়েছে। তবে সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। মেগা নিলাম ধরে নিয়েই স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কাদের রাখা হবে আর কাদের বাদ দেওয়া হবে তা নিয়েও চলছে কাজ।
এই আবহে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর কেমন দল করবে তা নিয়ে নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কেকেআরের পক্ষে দল থেকে প্লেয়ার বাদ দেওয়া কঠিন কাজ। তবে মনে করা হচ্ছে নিয়মের বেড়াজালে একাধিক মহাতারকা বাদ পড়তে পারেন।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ারকে রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ জন করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে যাই হোক না কেন কেকেআরের আনক কেই রিলিজের খাতায় পাঠাতে হবে।
তবে কেকেআরের রিলিজের খাতায় যারা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে তারা হল, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী।