আগুন নিয়ে খেলতে গিয়ে ঝলসে গেল চার শিশু
বুধবার দুপুরে কাঁকসা থানার পানাগড় বাজারের রাইস মিল রোডের কাওয়ারিপট্টি এলাকায় ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি পুরোনো ইঞ্জিনহীন গাড়ির নিচে আগুন নিয়ে খেলছিল এক শিশুকন্যা-সহ তিন শিশু। হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়, এবং চারটি শিশু চিৎকার করতে থাকে। স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
স্থানীয়দের সহায়তায় পুলিশও শিশুদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুরা হচ্ছেন: ৮ বছরের পূর্বা সাউ, ৫ বছরের আয়ুষ সাউ, ৬ বছরের শিবা সিংহ, এবং ৫ বছরের গোলু সিংহ। স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান জানান, শিশুরা প্রায়ই পুরোনো গাড়ির নিচে খেলা করত, তবে আজ তাদের খেলার সময়ই আগুন জ্বালিয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে, তবে গাড়িটি কার, তা এখনও জানা যায়নি। এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, “প্রাথমিকভাবে আগুন নিয়ে খেলার সময়ই এই দুর্ঘটনা ঘটেছে, এবং আরও কোনও কারণ থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে।