আজই ঘুরে যাবে ‘খেলা’! দাবি পূরণ না হলে …! এবার আরও বড় পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের?

আরজি কর কাণ্ডের পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর জরুরি পরিষেবায় যোগ দিলেও মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি শুরু করেন তাঁরা। পুজোর আবহে জুনিয়র চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নেওয়ায় অনেকেরই অনুমান, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে। এমতাবস্থায় সামনে আসছে নয়া আপডেট।
শুক্রবারই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল। আজ তাঁদের একটি প্রতিবাদ মিছিল হতে পারে। এরপরেই কর্মবিরতি তুলে দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। সূত্র মারফৎ আপাতত এমনটাই জানা যাচ্ছে। তবে কাজে যোগ দিলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবি থেকে সরবেন না বলেই খবর।
জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে নিরাপত্তা সম্বন্ধিত দাবি পূরণের জন্য রাজ্যকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেটা যদি না মানা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু হবে বলে খবর। টানা ৯ ঘণ্টার জিবি বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসকরা। টানা প্রায় দেড় মাস কর্মবিরতিতে ছিলেন তাঁরা। সেই সঙ্গেই চলেছে প্রতিবাদ। এরপর মাঝে কয়েকদিনের জন্য জরুরি পরিষেবায় যোগ দিলেও, গত মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি শুরু করেন তাঁরা।
জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তে দু’ভাগে বিভক্ত হয়ে যায় সাধারণ মানুষ। কেউ কেউ তাঁদের সিদ্ধান্তকে সমর্থন করেন, কেউ কেউ আবার বিরোধিতা। অনেকেই দাবি করেন, ফের কর্মবিরতির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। অবশেষে জানা গেল, শুক্রবার কর্মবিরতি তুলে নিতে পারেন জুনিয়র ডাক্তাররা। তবে আজকে শুক্রবার জুনিয়র ডাক্তারদের একটি প্রতিবাদ মিছিল হবে, তারপরেই এই ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author