বাংলাদেশের রাস্তায় আন্দোলোনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনই আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ বলেন, সংঘর্ষে নিহত এক ছাত্রকে দুপুর ১২টার দিকে তাঁদের হাসপাতালে আনা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত ওই ছাত্র অধ্যক্ষ সাব্বির আহমেদ বলেন, আহত শিক্ষার্থীর সংখ্যা এত বেশি যে হাসপাতালে স্থান দিতে তাঁদের সমস্যা হচ্ছে।
এদিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ৪০০ জনের বেশি আন্দোলনকারী আহত হয়ে তাঁদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসক মাহমুদুল হাসান আরও বলেন, আহত শিক্ষার্থীদের মধ্যে ১০ থেকে ১২ জন চোখে আঘাত পেয়েছেন। তাঁদের বাংলাদেশ আই হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ চলছে বারংবার।