আজকের দিনটি আপনার কেমন যাবে জানুন ?
#gemini#horoscope#asianews#astrology#weekly#horoscope#horoscopepisces#asianews
মেষ রাশি
সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তিলাভ।
বৃষ রাশি
ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।
মিথুন রাশি
যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
কর্কট রাশি
আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।
সিংহ রাশি
কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।
কন্যা রাশি
প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।
তুলা রাশি
ভাল কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে।
বৃশ্চিক রাশি
প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতি হতে পারে।
ধনু রাশি
চাকরিতে সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।
মকর রাশি
শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।
কুম্ভ রাশি
কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।
মীন রাশি
সন্তান-স্থান শুভ। আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে।
+ There are no comments
Add yours