আজ থেকে রেশন ডিলার সংগঠনের ধমর্ঘটের ডাককি বললেন খাদ্যমন্ত্রী ?

News Desk: এদিন দুপুর অবধি বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে পরিষেবা মেলার খবরও মিলেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ১ জানুয়ারি সোমবার থেকে বিভিন্ন দাবিতে লাগাতার ধর্মঘট ডেকেছে। যদিও সর্বভারতীয় সংগঠনের ডাকা এই ধর্মঘটের বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন।

রাজ্যে সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকা মিলিয়ে মোট ডিলারের সংখ্যা ২০,২৭১। অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, পশ্চিমবঙ্গে তাঁদের সদস্য সংখ্যা ১৭,২৬১। ওই ডিলারদের সবাই ধর্মঘটে অংশ নেবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবির সমর্থনে এই ধর্মঘট ডাকা হয়েছে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘এখনও অবধি পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনও খবর আমরা পাইনি। সেরকম পরিস্থিতি হলে তখন ভাবা যাবে আমরা কী করব! তবে আমরা সংবেদনশীলভাবেই আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখছি। আগেও বলা হয়েছে, এখনও বলছি, সাধারণ মানুষকে সমস্যায় ফেলে এমন কোনও আন্দোলন অর্থহীন। তবে কোনও পরিষেবায় যাতে সমস্যা না হয় তা আমরা নিশ্চিত করেছি।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author