আজ দীঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে একাধিক কর্মসূচি
আজ, মঙ্গলবার, দিঘা পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজ পর্যালোচনা করা। দীর্ঘদিন পর তিনি পূর্ব মেদিনীপুর জেলায় সফর করতে যাচ্ছেন।
পুরীর মন্দিরের আদলে দিঘায় গড়ে উঠছে এই জগন্নাথ মন্দির। মন্দিরের আকার, আয়তন ও অন্যান্য কর্মকাণ্ডে এই মন্দির ও তার সংলগ্ন চত্বর শুধু বাংলা নয়, গোটা দেশকে চমকে দেবে। দিঘা পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে, যেখানে পর্যটকরা সমুদ্রস্নান ও জগন্নাথ দর্শন একসঙ্গে উপভোগ করতে পারবেন।
এই প্রকল্পের ফলে দিঘার অর্থনৈতিক চেহারাও বদলে যাবে এবং এখানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি হোটেল এবং পরিবহণ ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই লাভবান হবেন।
এতদূর সব কিছুই রাজ্য সরকারের তত্ত্বাবধানে হচ্ছে এবং নির্মাণ কাজের প্রতি কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে এটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।