আজ শিক্ষক দিবস। শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্মদিনটি প্রতিবছর দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

#TeachersDayIndia

#TeacherAppreciation

#DrRadhakrishnan

#IndianTeachersDay

#September5th

#TeacherTribute

#EducationMatters

#TeachersAreHeroes

#HonoringEducators

#DrRadhakrishnanLegacy

#TeacherDayCelebration

#TeacherRespect

#TeachingExcellence#asianews

বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন হয় ৫ অক্টোবর। কিন্তু ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে। সারা দেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস।

ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ স্মরণে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ৫ সেপ্টেম্বর কেন ভারতে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হল?

স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় ভারতের শিক্ষক দিবস। ১৯৫২ সালে, ডঃ রাধাকৃষ্ণনকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ সালে দ্বিতীয় রাষ্ট্রপতি করা হয়েছিল। প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, এবং ভারতরত্ন প্রাপক ডঃ রাধাকৃষ্ণন ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন।

রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের ৭৭তম জন্মদিনে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয়। ১৯৬২ সালে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন তাঁদের এই দিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন। তাঁর কথায় ‘আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে, যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাবো।’ সেই থেকেই এই ধারা চলে আসছে।

অন্য়দিকে, শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর ডাকে এ দিবসটি পালন হয়ে থাকে।

১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।

বিশ্বব্যাপী শিক্ষক দিবস ৫ অক্টোবর পালিত হলেও, ভারতে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author