আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হলো সবরমতী এক্সপ্রেস। রাত আড়াইটে নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে ১৩০০ যাত্রী ছিল ট্রেনে । প্রাথমিক সূত্রের খবর ইঞ্জিনের সঙ্গে বোল্ডারের ধাক্কা লেগেই নাকি এই দুর্ঘটনা, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিনটি।
গত কয়েক মাসে এক এক করে রেল দুর্ঘটনায় বলি হয়েছে বহু প্রাণ রেল সুরক্ষায় নানা ফাঁক স্পষ্ট হয়েছে দিনে দিনে। আজকাল ট্রেন সফরে আতঙ্কে ভুগছেন রেল যাত্রীরা। তবে এবার ২২ টি বগি বেলাইন হলেও রেলওয়ে সূত্রে দাবি, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদনকারী টিম, সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনার পরে কিছু ট্রেন ঘুরপথে চলছে অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে মাঝপথে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দুর্ঘটনা সমস্ত বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.