আবারও বিতর্কে BJP নেতা রমেশ বিধুরী
বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ রমেশ বিধুরী আবারও বিতর্কে জড়ালেন, এবার তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে কালকাজি কেন্দ্র থেকে প্রার্থী করেছে, এবং এই মন্তব্যের পর রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।অম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও শেয়ার করেন, যেখানে রমেশ বিধুরীকে বলতে শোনা যাচ্ছে, “ক্ষমতায় এলে কালকাজির সব রাস্তা প্রিয়াঙ্কা গান্ধির গালের মতো করে দেব।” এর পর কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। কংগ্রেসের সোশাল মিডিয়া চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাথ এই মন্তব্যকে “লজ্জাজনক” বলে অভিহিত করেন এবং বিজেপিকে মহিলা বিরোধী দল বলে মন্তব্য করেন।বিজেপির প্রতিক্রিয়া রমেশ বিধুরী পরে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “এ ধরনের মন্তব্য আগেও করা হয়েছে, এবং আমি লালু যাদবের কথার সূত্র ধরেই এটি বলেছি। যদি আমার মন্তব্যে কেউ আহত হয়ে থাকেন, আমি তার জন্য অনুতপ্ত এবং তা ফিরিয়ে নিচ্ছি।”এটি প্রথমবার নয়, এর আগেও রমেশ বিধুরী বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে সংসদের বাদল অধিবেশনে বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। তবে সেই সময় তার সাংসদ পদ খারিজের দাবি উঠলেও, কিছু হয়নি।রমেশ বিধুরীর মন্তব্যের পরে বিজেপি তাকে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে, তবে তার বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে চাপ বৃদ্ধি পেয়েছে।