আবাস নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ, রামপুরহাটে ও ডোমকলে বঞ্চনার অভিযোগে উত্তাল গ্রামবাসীরা
আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র ক্ষোভ। রামপুরহাটে বঞ্চনার অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভে শামিল হন। একইভাবে মুর্শিদাবাদের ডোমকলে আবাস প্রকল্পের খসড়া তালিকা থেকে প্রায় ৫০ শতাংশ নাম বাদ যাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। বঞ্চিত গ্রামবাসীদের একাংশ বিডিও অফিস ঘেরাও করে প্রতিবাদ জানান।