এই মুহূর্তে আর জি করের মহিলা চিকিৎসক কে ধর্ষণ ও খুনের কাণ্ডে তোলপাড় রাজ্য। চলছে রাজ্যজুড়ে প্রতিবাদী মিছিল। নিরাপত্তার দাবিতে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সরব গোটা দেশ।
ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ পেয়ে পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়ে গিয়েছে সিবিআই-র হাতে। এই মামলায় সক্রিয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার আর জি কর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও-তে নিয়ে এল সিবি আই ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours