আরজি কর মামলায় টালা থানার প্রাক্তন ওসির গ্রেফতারির পরে এবার কলকাতা পুলিশের আরও চার অফিসারকে নোটিস সিবিআইয়ের।
#CBIInvestigates
#PoliceCorruptionCase
#TallaPoliceScandal
#KolkataPoliceSummons
#CBINotice
#FormerOsiArrest
#AbhijitMondalCharges
#PoliceMisconduct
#KolkataPoliceInquiry
#cbiinaction#asianews
আরজি কর মামলায় টালা থানার প্রাক্তন ওসির গ্রেফতারির পরে এবার কলকাতা পুলিশের আরও চার অফিসারকে তলব সিবিআইয়ের। এই তদন্তে পুলিশ অফিসারদের কাছ থেকে কোন সূত্র পাওয়া যায় কিনা সেটাই জানতে চাইছে সিবিআই। শনিবার দিন টালা থানার ওসি কে জিজ্ঞাসাবাদ করার পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার যে অফিসারদের কে তলব করা হয়েছে তাদের মধ্যে দুজন ইন্সপেক্টর পদমর্যাদা। সিবিআই সূত্রে দাবি যখন এই তদন্তের প্রক্রিয়া কলকাতা পুলিশ চালাচ্ছিলো ওই চার পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিল। আর সেই কারণেই ওই অফিসারদেরকে সিবিআই তলব করে আর সেই কারণেই ডেকে পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোন সূত্র পাওয়া যায় কিনা তা দেখতে। টালা থানার ওসির উপর বিভিন্ন ধারায় মামলা রজু করা হয়েছে।অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, এফআইআর করায় বিলম্বের অভিযোগ আনা হয়েছে। ১২০বি, ২৩৮/১৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে