মেয়েদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে-পা মিলিয়ে। গতকাল অর্থাৎ রবিবার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও পা মেলাতে দেখা যায় তাঁকে। এবার সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন শুভশ্রী। নিশানায় বিদ্ধ করলেন কাকে?
নিজেই এক কবিতা লিখেছেন তিনি। দাবি করেছেন শাস্তির। একই সঙ্গে জানিয়েছেন আর নিয়মে বেঁধে থাকতে চান না তিনি। মানতে চান না কোনও রীতি। তাঁর প্রশ্ন, ‘সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তা হলে করবে কী?” প্রশ্ন হল এই ‘ওরা’ আদপে কারা? পুলিশ নাকি প্রশাসন নাকি শুভশ্রীর নিশানায় অন্য কেউ! শুভশ্রী আরও লেখেন, “… অনেক হয়েছেন নোংরামি, অনেক করেছো পাপ/ তাই তো নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্টের বন্যা। আমরা না কি পতিতা/ আমরা না কি নষ্টা! দেখ তাহলে, এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া। যেখানে বাপকেও ছাড়ে না পাপ!” নতুন দুনিয়া গড়ার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে চেয়েছেন প্রতিকারও। তবে নেটিজেনদের একটাই প্রশ্ন তাঁকে শুভশ্রীর এই প্রতিবাদ আদপে কার বিরুদ্ধে?
বিষয়টি নিয়ে তোলপাড় তোলপাড় চলছে।
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours