আর জি কর ইস্যুতে ধর্মতলায় আরও ৫ দিনের অবস্থান বিক্ষোভের অনুমতি পেলেন চিকিৎসকরা

কলকাতা হাই কোর্ট, আর জি কর ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ চালানোর জন্য আরও পাঁচ দিনের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বাস শর্ত সাপেক্ষে চিকিৎসকদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছিল, কিন্তু তা গ্রহণ হয়নি। এরপর আদালতের শরণাপন্ন হন তাঁরা, এবং ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুমতি পাওয়ার পর, আন্দোলনকারীরা আরও পাঁচ দিনের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানান। বিচারপতি বিশ্বাস নির্দেশ দিয়েছেন যে, ৩১শে ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকরা ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন, তবে তাদের সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মঞ্চে থাকতে হবে। এছাড়া, জামিন পাওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ধরনার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author