আর জি কর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ চলছে গোটা দেশজুড়ে। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় মিডিয়ার সামনে এবং কিছু উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার। অন্যদিকে ডা. সুবর্ণ গোস্বামীকেও ডেকেছে লালবাজার,
গত ১৪ অগাস্ট আরজি করের ঘটনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। আর তারপরেই তাঁকে তলব করে কলকাতা পুলিশ। কুণাল সরকার শহরের বাইররে রয়েছে। তিনি পুলিশ কে সবরকম সাহায্য করবেন এমনটি জানিয়েছেন।
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours