আর জি কর কাণ্ডে ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা।
#Criminalinvestigation#asianews
তাহলে কী শেষ পর্যন্ত আরজি কর কান্ডে কলকাতা পুলিশের দাবিতেই কী সিলমোহর দিতে চলেছে সিবিআই? গত ১৩ আগস্ট বেনিয়াপুকুরে অবস্থিত সরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারিতে ধর্ষণস্থল থেকে সংগৃহিত নমুনা পাঠিয়ে ছিল কলকাতা পুলিশ। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারির তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল রিপোর্ট পেতে সাতদিন সময় লাগবে।
কিন্তু হাইকোর্টের নির্দেশে ১৩ আগস্ট কলকাতা পুলিশ আরজি কর কান্ডের তদন্তভার সিবিআইয়ের হতে তুলে দেয়। স্বভাবতই ডিএনএ টেস্টের রিপোর্ট বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব। রিপোর্ট অনুযায়ী ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই ধর্ষণ করেছে ঐ চিকিৎসককে এমনি ইঙ্গিত মিলছে।
গোয়েন্দা দের হাতে উদ্ধার হয়েছে হওয়া ধৃত সেভিকের পোশাক। এছাড়াও সেমিনার রুমের নীল রংয়ের বিছানার চাদর, লাল রঙের দু’টি কম্বল এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ চুলের নমুনা। এছারাও ময়নাতদনের সময় খুন হওয়া দেহ থেকে সংগৃহিত নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে। তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কেই চিহ্নিত করেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা। সিবিআইও কিন্তু তাঁদের তরফেও ডিএনএ টেস্টের জন্য ওই ল্যাবেই নমুনা পাঠিয়েছে। ঘটনা কোন দিকে এগোয় সেটাই দেখার বিষয়।
+ There are no comments
Add yours