দেশের প্রায় 25টি মেডিক্যাল কলেজ সম্মিলিত হয়ে নতুন দল তৈরী হয়েছে ৷ রবিবার একটি মহামিছিলের ডাক দিয়েছে তারা, আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে 18 অগস্ট, দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মহামিছিল হবে ৷
‘আমার দিদির ন্যায় বিচার, ছিনিয়ে নিতে শ্যামবাজার’ শীর্ষক এই মিছিলে রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা পা মেলাবেন ৷ পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানিয়েছে এই সংগঠন ৷ তবে কোনও রাজনৈতিক ব্যানারে নয়, আমজনতা হিসেবে তাদের এই মিছিলে আসার বার্তা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সকল নাগরিক দের আমন্ত্রণ জানিয়েছে তারা।