আর জি কর কান্ডে উত্তাল রাজ্য তার মধ্যে বাঁকুড়ার জঙ্গলে ভয়ঙ্কর ঘটনা! মিলল মহিলার দেহ, যে অবস্থায় মিলল, প্রশ্ন উঠল অনেক
#BishnupurTragedy#JungleCrime#WomanFoundDead#PoliceInvestigation#MysteryDeath#BengalShocked#CrimeScene#UnsolvedCase#CommunityOutrage#JusticeForVictims#BengalNews#MysteriousDeaths#asianews
বিষ্ণুপুর থানার চাঁচর জঙ্গল থেকে অর্ধনগ্ন এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে সাময়িক বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। এরপর বিষ্ণুপুর থানার আইসি-র তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, বিষ্ণুপুর থানার চাঁচর ডাঙ্গাপাড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের এক গৃহবধূ শনিবার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা বহু খোঁজাখুঁজি করার পরও না পেয়ে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরাও জঙ্গলে খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।
রবিবার পুনরায় সকালবেলায় গ্রামবাসীরা একজোট হয়ে জঙ্গলে খুঁজতে গেলে জঙ্গলের মাঝেই অর্ধনগ্ন অবস্থায় দেখতে মেলে ওই গৃহবধূর দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
যদিও ঘটনার এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। তবে পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
+ There are no comments
Add yours