আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা শুরুর আগে ধর্ণামঞ্চই উধাও।তাও আবার রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি।এদিকে কর্মসূচির মাঝেই BJP কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘আমরা আদালতে যাচ্ছি..।’
শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছিল গেরুয়া শিবির।আজ ওই ধর্নামঞ্চে অবস্থানে বসার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। বিজেপি যুব মোর্চার দাবি, ভোর পাঁচটাতেও ধর্নামঞ্চে ছিলেন তাঁরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সকাল ১০টা নাগাদ তাঁরা গিয়ে দেখেন ধর্নামঞ্চ উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশই মঞ্চ খুলে নিয়ে গেছে। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.