ইজরায়েলি সেনার ড্রোন হামলায় হামাস নেতা আব্দ আল হাদি সাবা খতম
৭ অক্টোবরের হামলার পর হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল, এবং একের পর এক শীর্ষ নেতা খতম করার পর এবার ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড হামাসের নুখবা প্লাতুন কমান্ডার আব্দ আল হাদি সাবাকে খতম করেছে ইজরায়েলি সেনা। গোপন সূত্রের ভিত্তিতে খান ইউনিসে অভিযান চালিয়ে এই হামাস নেতা খতম হয়েছে। গাজার মানবাধিকার আশ্রয়শিবিরে লুকিয়ে কাজ চালাচ্ছিলেন সাবা, যিনি ৭ অক্টোবরের কিবুৎজ নির ওজে হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এর আগে গাজায় ইজরায়েলি হামলায় খতম হয়েছে হামাস প্রধান সিনওয়ার এবং ইসমাইল হানিয়া, এবং সম্প্রতি আরও কয়েকজন শীর্ষ নেতা। ইজরায়েলের হামলায় গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে।রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গাজায় ১২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ১৩৬টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে।