গতকাল কীটনাশক খাওয়ায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় সিউড়ির বাসঝড় গ্রামের বাসিন্দা কে। রাত্রে অবস্থার অবনতি হলে রোগীকে ইনজেকশন দেওয়া হয় এর কিছুক্ষণ পরেই ৪২ বছর বয়স ওই রোগীর মৃত্যু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাদের তাদের পরিবারের লোকেরা। ভুল চিকিৎসার ফলে ওই রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেই হাসপাতাল চত্বরের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এক্ষেত্রে হাসপাতাল থেকে কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.