ইভিএমের বোতামে ‘সেলোটেপ’! ব্যাপক উত্তেজনা ছড়ালো কোচবিহারের সিতাইয়ের একটি বুথে।
ইভিএমের দু’টি বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের সিতাইয়ের একটি বুথে। সেখানকার বিজেপি প্রার্থী দীপক রায়ের অভিযোগ, হোকদাহ আদাবাড়ী এসএসকে প্রাথমিক বিদ্যালয়ের বুথের ইভিএমের প্রথম দু’টি বোতামে সেলোটেপ লাগানো ছিল। প্রিসাইডিং অফিসার-সহ ভোটকর্মীদের বিরুদ্ধে ‘গাফিলতি’র কথা জানালেন বিজেপি প্রার্থী। তিনি গিয়েই বুথে ঢুকে ইভিএম থেকে সেলোটেপ খুলে আনেন। ঘটনাকে কেন্দ্র করে বুথের মধ্যেই অশান্তি শুরু হয়। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দীপক। তবে তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। বিজেপি প্রার্থী এসে সেখানে ঝামেলার সৃষ্টি করেন। তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলল তৃণমূল। অন্য দিকে, সিতাইয়ের আরও এক বুথের ইভিএমের বোতামে আঠা দিয়ে কাগজ সাঁটানোর অভিযোগ তুললেন দীপক।