ইসলামপুরে তিন কোটি টাকার সরকারি বই চুরির অভিযোগ: হাইকোর্টে রিপোর্ট তলব

উত্তর দিনাজপুরের ইসলামপুর গোডাউন থেকে প্রায় তিন কোটি টাকার সরকারি বই চুরির ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের রিপোর্ট তলব করেছে। হাইকোর্ট আদালত জানতে চেয়েছে, ২০২২ সালের এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কী পদক্ষেপ নিয়েছে এবং কতগুলি বই উদ্ধার করা হয়েছে।ঘটনার বিস্তারিত জানিয়ে, আদালতের সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালের নভেম্বরে ইসলামপুর সার্কেলের স্কুল ইনস্পেক্টরের অফিস থেকে প্রায় ২ লক্ষ বই চুরি হয়ে যায়। ২ ডিসেম্বর ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর পুলিশ গোডাউনের দায়িত্বে থাকা গণেশ মণ্ডল এবং অন্য একজনকে গ্রেফতার করলেও পরবর্তীতে তাঁরা জামিনে মুক্তি পান। এলাকার লোকজন হাইকোর্টের কাছে দাবি জানিয়েছিল, এই চুরির পেছনে একটি বড় চক্র রয়েছে এবং শুধুমাত্র দুই অভিযুক্তের গ্রেফতারি যথেষ্ট নয়। তাঁরা দাবি করেন, প্রাথমিক স্কুলের বইগুলি আদৌ গোডাউনে পৌঁছায়নি, বরং সেগুলি বাইরেই বিক্রি করা হয়েছিল। মামলাকারীদের আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ২ লক্ষ বই চুরি হয়ে গিয়েছিল এবং সেগুলির মূল্য প্রায় ৩ কোটি টাকা। পুলিশ কেবলমাত্র ৩০ হাজার বই উদ্ধার করতে পেরেছে, কিন্তু ঘটনার প্রকৃত দোষীরা এখনো ধরা পড়েনি। এর তদন্তের জন্য একটি নিরপেক্ষ সংস্থা নিয়োগের দাবি জানিয়েছে তাঁরা। রাজ্যের আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু মামলাকারীদের দাবি, এই ঘটনায় বড় চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি শুনানি হওয়ার পর আদালত জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিয়েছে, তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author