ইস্তফা তৃণমূল মুখপত্রের সম্পাদক সুখেন্দুশেখর রায়ের
#SukhennduShekharRay
#JagoBangla
#TMCResignation
#PoliticalUpdate
#EditorialResignation
#TMCPolitics
#RajeevKarCase
#HealthcareProtest
#MamataBandyopadhyay
#WestBengalPolitics
#PoliticalDrama
#mediaresignation#asianews#TMC#asianewslive
তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’-র সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়।
আরজি করের ঘটনা সামনে আসার পর থেকেই একাধিক মন্তব্য করেছিলেন তিনি। তার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে।সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টগুলিকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। এ বার তাঁর তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়া খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তিনি পদত্যাগ পত্র পাঠান। তাঁর এই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে কি না, তা জানা যায়নি। সোমবার রাতে দু’টি উল্লেখযোগ্য পোস্ট এক্স হ্যান্ডলে শেয়ার করেন সুখেন্দুশেখর। আন্দোলনকারী চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রেক্ষিত টেনে তিনি বলেন, ‘আমার দু’টি দাবি ছিল। আরজি কর হাসপাতালের দুই প্রধানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং কলকাতার পুলিশের আধিকারিকদের জেরা। জুনিয়র ডাক্তার এবং মানুষের আন্দোলনে সেই দাবি বাস্তবায়িত হয়েছে। আমিও সকলের মতোই খুশি হয়েছি।
+ There are no comments
Add yours