মহিলা পুলিশের একটি বিশেষভাবে প্রশিক্ষিত নজরদারি টিম। যারা সারা রাজ্যের বিভিন্ন জেলায় রোজ মোটরসাইকেলে নজরদারি চালান। এবং রাস্তায় মহিলাদের উতক্ত করার অভিযোগে উইনার্স এর মহিলা পুলিশের টিম প্রায় দিনই আটক করে একাধিক জনকে। কেউ হয়তো পার্কে গোপনে মহিলাদের ছবি তুলতে গিয়ে ধরা পড়ে এই ‘উইনার্স’ বাহিনীর হাতে.কেউ হয়তো একটু নির্জন এলাকার আশেপাশের রাস্তাঘাট বেছে নিয়েছিলেন মহিলাদের উদ্দেসে অশালীন অঙ্গভঙ্গি করার জন্য বা কটুক্তি করার জন্য তারাও বাদ যায়নি তাদের নজর থেকে।
গতকাল সারা রাত্রি ধরে এই উইনার্স এর মহিলা প্রশিক্ষিত পুলিশ বাহিনীর টিম রাজ্যের বিভিন্ন জেলা ঘুরেছেন তারই কিছু ছবি তুলে ধরা হয়েছে।
+ There are no comments
Add yours