ট্রেন দুর্ঘটনার কবলে আবারো ভারতীয় রেল। ভারতীয় রেলে ট্রেন দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার আজ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের। রেলের ভূমিকায় বারবার উঠছে প্রশ্ন।জানা গিয়েছে এনজিপি থেকে কাটিহার জাবার পথে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়িটি। লাইনচ্যুত হয় ট্যাঙ্কারের ৫টি বগি। উল্লেখ্য, গত একবছরে ছোট-বড় মিলিয়ে মোট ২৪টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। করমন্ডল এক্সপ্রেসে থেকে মুম্বই মেল বিভিন্ন সময় রেলের দুর্ঘটনায় থামছে না মৃত্যু মিছিল।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.