বোলপুরে নিজের বাড়িতে মাঝরাত্তিরে আগুন লেগে গুরুতর জখম হয়েছে বাবা । মা সহ চার ছেলে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল।
পরিবারের বড় ছেলে ও স্থানীয় একাংশের অভিযোগ কেউ ওই বাড়িতে মাঝরাত্রে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। পরে জানা যায় ঐ পরিবারের মহিলার নাম রূপা বিবি আর আগুনে জখম ব্যাক্তির নাম সেখ আব্দুল আলিম তারা তাদের চার বছরের ছেলে আয়ানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। হটাৎ করেই আগুন লেগে যায় তাদের ঘরে। চিৎকার করতে থাকে সেই চিৎকারেব পাশের ঘর থেকে বড়ো ছেলে আসে দেখে আগুন লেগে গেছে প্রতিবেশীদের ডেকে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়। আব্দুল আলিম গুরতর ভাবে জখম হওয়ার কারণে এখন ICU তে চিকিৎসাধীন রয়েছেন । পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখার জন্য ।
পরিবারের বড় ছেলে জানিয়েছেন সে পাশের রুমে ঘুমাচ্ছিলেন অন্য একটি রুমে তিনজন মিলে ঘুমাচ্ছিল হঠাৎ করে পাশের ঘর থেকে তিনজনের চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দেখেন মা ও বাবা এর গায়ে লেগে গেছে, বাচ্চা ছেলেটি সেই আগুনের মধ্যে পড়ে গেছে। তৎক্ষণাৎ সে ছুটে যায় পাশাপাশি লোককে ডাকে ,প্রতিবেশীরা তাদেরকে রেসকিউ করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে পরবর্তীতে স্থানান্তরিত করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মা ও চার বছরের ছেলে মৃত্যু হয়।
পরিবারের বড় ছেলে জানায় যে কেউ তার মা-বাবাকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে । বাড়ির মধ্যে যে জানলাটি খোলা ছিল সেই জানলার ভিতর দিয়ে কেউ কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে মা-বাবাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই ঘটনার পুরো তদন্ত করতে বলে । দরকারে পুলিশ কুকুর ও সিআইডি দিয়ে ঘটনা তদন্ত করাতে হবে বলে দাবি করেছেন।