একই বাড়িতে থাকেন, মায়ানমারে খেয়ে ভারতে ঘুমোতে যান তাঁরা! জানেন কোথায় এই অদ্ভুত গ্রাম?

পৃথিবীতে এমন অনেক জায়গাই রয়েছে যা আজও আমাদের অজানা। ধরুণ আপনি কখনও জানতে পারলেন যে এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানকার মানুষ খাওয়াদাওয়া করে মায়ানমারে আর ঘুমোতে যায় ভারতে। আপনি এটাকে আষাঢ়ে গল্প ভাবতে পারেন কিংবা হয়তো ভাবছেন এমনটা আবার হয় নাকি? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার মানুষ ভারত ও মায়ানমার দুটো জায়গাতেই একসঙ্গে থাকতে পারেন। ভাবছেন তো কীভাবে? তাহলে শুনুন।
এই আজব গ্রামের ঠিকানা অন্য কোথাও নয়, বরং ভারতেই। এই গ্রামের মাঝ দিয়ে চলে গেছে ভারত ও মায়ানমারের সীমান্তরেখা। অর্থাৎ এই গ্রামের একদিকটা মায়ানমার আর অন্যদিকটা ভারত। এমনিতেই সবুজ পাহাড়, কুয়াশা ও মেঘের সৌন্দর্য্যে মোড়া নাগাল্যান্ড। সেখানকার সৌন্দর্য্যের পাশাপাশি আদিবাসীদের সভ্যতা-সংস্কৃতিও নাগাল্যান্ডের মূল আকর্ষণ। সেই নাগাল্যান্ডেই একটি সুন্দর জেলা হল মোন। মোন-এ বসবাস করেন আদিবাসী কোনিয়াকরা। সেই মোনের একটি গ্রাম হল লংওয়া।

আপনি জানলে অবাক হবেন এই গ্রামের গ্রামপ্রধানের বাড়িটা এমন জায়গায় রয়েছে যার মাঝখান দিয়ে চলে গেছে এই দুই দেশের সীমান্ত। ফলে দুই দেশেরই নাগরিকত্ব ভোগ করেন সেখানকার গ্রামপ্রধান। তাই দুই দেশে যেতে তাঁর কোনও ভিসাও লাগে না। এই গ্রামপ্রধানের বাড়িতে রান্নাবান্না ও খাওয়া দাওয়া হয় মায়ানমারের দিকে। সেইদিকের ক্ষেত্রেই হয় তাজা শাকসব্জি। আর অন্যদিকে অর্থাৎ ভারতের দিকে রয়েছে ঘুমোনোর ব্যবস্থা। এইদিকে বিছানাপত্র থেকে শুরু করে ঘরের সবকিছুই রয়েছে ভারতের দিকে। এমনকি বৈঠকখানাও রয়েছে সেই দিকে। এই গ্রামের কোনিয়াকরা দুর্ধর্ষ মুণ্ডু শিকারি। যদিও এখন ব্রিটিশ মিশনারী আর সেনাবাহিনীর কড়া আইনের চাপে মুণ্ডু শিকারের প্রথা বন্ধ রয়েছে। কিন্তু এখনও কোনিয়াকদের ঘরগুলোতে গেলে দেখা যাবে পিতলের খুলির মালা। কারণ একসময় কোনিয়াকরা বিশ্বাস করতেন যুদ্ধে যে গোষ্ঠী জিতবে তারা শত্রুপক্ষের মুণ্ডু কেটে বিজয়ের প্রতীক হিসেবে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author