একযুগ ধরে জনপ্রিয়তায় ডোরেমনের
পড়ার বইয়ের সাথে নতুন কিছু লিখতে মন চাইলে পড়তে চাইলে, হঠাৎ টিভি খুলে চ্যানেল চেইঞ্জ করলেই হঠাৎ করে মনে হয় একটু কার্টুন দেখা যাক!আজকাল অনেকদিন দেখা যায় না কার্টুন, একসময় ছোটদের সঙ্গী বলতে ছিল কার্টুন, তখন প্রযুক্তি এত উন্নত ছিল নাহ। তখন এত ইন্ডিয়ান চ্যানেলও ছিলো নাহ টিভিতে ছোটদের সবচেয়ে প্রিয় চ্যানেল ছিল ‘কার্টুন নেটওয়ার্ক’ এখন যদিও আছে কিন্তু তার কার্টুন পরিবেশনার কোয়ালিটি অনেক অধপাতে নেমেছে, নব্বইয়ের দশকে ছিল টম জেরি, মুগলি, ছোটাভীম, টিনটিন আরো কত কি! শেখার যদিও ছিল অনেক কিছুই সেখান থেকে এখনকার কার্টুন বলতে ‘ডোরেমন দ্য’ এর কথা!
কিন্তু ডোরেমন তো আসলে জাপানি কার্টুন। তাহলে তার কণ্ঠে হিন্দি ভাষা বসাল কে কেউ জানেন? হিন্দিভাষী ডোরেমনের আসল গলা সোনল কৌশলের (sonal kaushal)। ২০০৫ সাল থেকে ডোরেমনের গলায় তারই কণ্ঠস্বর শুনে এসেছে সকলে। মাত্র ১৩ বছর বয়স থেকে ডোরেমনের হিন্দি ডাবিং শুরু করেন সোনল।
সুযোগ পাওয়াটা হঠাৎ করেই। নয়া দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সঞ্চালকের কাজ করতেন সোনলের মা। সেই সূত্রেই তিনি জানতে পারেন ইউটিভির এই অডিশনের ব্যাপারে। অডিশনে সুযোগ পেয়ে যান তিনি। তখন ভাবতে পারেননি ভারতে এতটা জনপ্রিয়তা পাবে ডোরেমন। এটি সর্বাধিক রেটিং যুক্ত কিডস শো। প্রায় ৪৭৮ মিলিয়ন মানুষ দেখেন ডোরেমন।
+ There are no comments
Add yours